সরাইলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সরাইল / ৩০ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নৌয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া বাসস্ট্যান্ড এলাকার একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা ধারণা করছি শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আরিফুল ইসলাম সুমন

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply