দাউদকান্দি/ ৩০ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলার কানড়া গ্রাম থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কানড়া গ্রামের একটি জমিতে কচুরিপানা পরিস্কার করার সময় লাশের হাত দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটি চাপা দেয়া ক্ষত-বিক্ষত অজ্ঞাত যুবকের (আনুমানিক ৩৫ বছর) লাশ উদ্ধার করে।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, সম্ভবত বেশ কিছূদিন আগে ওই যুবককে হত্যা করে মাটি চাপা দেয়া হয়। তিনি আরো জানান, এ হত্যা রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শামীমা সুলতানা
দাউদকান্দি প্রতিনিধি