যুক্তরাষ্ট্র / ২৯ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বিশিষ্ট শিল্পপতি শেখ ওয়াহিদুর রহমানের প্রয়াণে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আয়োজনে শোক ও আলোচনা সভা গত ২৮ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্-এর পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। শোক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম-সহ সভাপতি সৈয়দ বশারত আলী ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান।
প্রয়াত নেতা শেখ ওয়াহিদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম ও শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক হাজী এনাম, সাবেক প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, আওয়ামীলীগ নেতা হিন্দাল কাদির বাপ্পা, ইকবাল কবির, জসীম উদ্দিন খান মিঠু, আলী হোসেন গজনবী, আলাউদ্দিন জাহাঙ্গীর, রুহেল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল মতিন,নিউইয়র্ক সিটি আওয়ামীলীগের সহ-সভাপতি বাহার খন্দকার সবুজ, যুগ্ম সম্পাদক আয়ুব আলী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র শ্রমক লীগ সভাপতি মোঃ সামসুল আলম ও সাধারণ সম্পাদক কাজী আজিজুল হক খোকন, ব্রুকলীন আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ কাজী হায়াত নজরুল, প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ব্রুকলীন আওয়ামীলীগ নেতা মোঃ শরিফ হাসান, শাহাদত হোসেন, মাইন উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।G msev` evcmwbERG mieivn K(i(Qb যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী এনাম,
সভার প্রথমে ইমাম কাজী কাইয়ুমের পরিচালনায় প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ প্রয়াত নেতার মৃত্যু বার্ষিকী ২৪ অক্টোবর প্রতি বছর যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে পালনের দাবী জানালে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ২৪ অক্টোবর তা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
(হাকিকুল ইসলাম খোকন)