সরাইলে এবার ভাইয়ের হাতে ভাই খুন

সরাইল / ২৯ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামীলীগ নেতা খুনের রেশ কাটতে না কটতেই এবার চাচাত ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন এক ব্যাক্তি। গত রবিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পর উত্তেজিত লোকজন একটি টিনের ঘর ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত ব্যাক্তি হলো-ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪০)। এ ঘটনায় আহত নিহতের বড় ভাই আ.রহিম (৫০), রইছ মিয়া (৪৫) ও ভাইপো সোহাগ মিয়া (১৮) জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে নিহত হাবিবুর রহমান এবং তার আপন ভাইদের সাথে চাচাত ভাই প্রবাসী মলাই মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সমস্যা সমাধানে দু’পক্ষ বাজারে আলোচনায় বসে। একপর্যায়ে উত্তেজিত হয়ে মলাই মিয়া ও তার আপন ভাইয়েরা চাচাত ভাইদের উপর হামলা করে। এসময় মাথায় লাঠির আঘাতে হাবিবুর রহমানের গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন ভূইয়া জানান, বাড়ির সীমান্ত সংক্রান্ত জটিলতায় এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুর নাগাদ নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে।

আরিফুল ইসলাম সুমন

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply