সরাইল / ২৯ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামীলীগ নেতা খুনের রেশ কাটতে না কটতেই এবার চাচাত ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন এক ব্যাক্তি। গত রবিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পর উত্তেজিত লোকজন একটি টিনের ঘর ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত ব্যাক্তি হলো-ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪০)। এ ঘটনায় আহত নিহতের বড় ভাই আ.রহিম (৫০), রইছ মিয়া (৪৫) ও ভাইপো সোহাগ মিয়া (১৮) জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে নিহত হাবিবুর রহমান এবং তার আপন ভাইদের সাথে চাচাত ভাই প্রবাসী মলাই মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সমস্যা সমাধানে দু’পক্ষ বাজারে আলোচনায় বসে। একপর্যায়ে উত্তেজিত হয়ে মলাই মিয়া ও তার আপন ভাইয়েরা চাচাত ভাইদের উপর হামলা করে। এসময় মাথায় লাঠির আঘাতে হাবিবুর রহমানের গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন ভূইয়া জানান, বাড়ির সীমান্ত সংক্রান্ত জটিলতায় এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুর নাগাদ নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে।
আরিফুল ইসলাম সুমন