তিতাস / ২৯ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
তিতাস থানা পুলিশ ৩০ বোতল ফেনসিডিলসহ সিএনজি ড্রাইভারকে আটক করেছে। ২৬ অক্টোবর শুক্রবার রাত ৯টায় বাতাকান্দি বাজার সংলগ্ন কাঠ পট্টি থেকে উপজেলার দক্ষিণ বলরামপুর মোঃ জামাল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪) ও ফেনিসিডিল আটক করে।
তিতাস থানার সেকেন্ড অফিসার মোঃ সালাহ উদ্দিন ও এ.এস.আই জুলফিকার আহমেদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই কুটি-চৌমহনী থেকে জাহাপুর হয়ে বাতাকান্দি বাজারে একটি ফেনসিডিলের চালান আসছে। তাৎক্ষণিক আমরা অভিযান চালাই এবং বাতাকান্দি বাজারের কাঠ পট্টি থেকে কুমিল্লা-থ-১১-২৬৫৪ নাম্বার সিএনজি আটক করে তল্লাশি চালালে এতে ৩০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল পাই। সিএনজিসহ ড্রাইভার সাইদুলকে আটক করি। ড্রাইভার সাইদুল উক্ত প্রতিনিধিকে জানায়, একজন লোক তার সিএনজিতে মাছিমপুর ব্রীজ থেকে বাতাকান্দি যাবে বলে উঠে এবং সিএনজিতে একটি ব্যাগ রেখে কালাইগোবিন্দপুর এলাকায় নেমে পড়ে। পরে পুলিশ তার গাড়ী থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সিএনজিসহ আমাকে থানায় নিয়ে আসে।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি