সরাইলে আ’লীগ নেতা খুনের পরিকল্পনায় ওসি গিয়াস উদ্দিন জড়িত বললেন নিহতের ভাই

ব্রাহ্মণবাড়িয়া / ২৯ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
সরাইলের আওয়ামীলীগ নেতা এ.কে.এম ইকবাল আজাদ খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে এন্তার অভিযোগ উঠেছে। মামলার বাদী অভিযোগ করেছেন, ’খুনের পরিকল্পনা করা হয় থানায় বসেই’। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছেন, ’পুলিশকে এ বিষয়ে আগাম তথ্য দিলেও কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে সরাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সরাইল থানা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এ.কে.এম ইকবাল আজাদ খুনের ঘটনায় সরাইলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। খুনীদের গ্রেপ্তার দাবিতে প্রতিদিনই মিছিল, সমাবেশ, মানববন্ধন হচ্ছে।
তবে গত দু’তিন দিন ধরে এলাকায় সহিংস কোনো ঘটনা ঘটেনি। হত্যাকান্ডের ঘটনায় নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি মো. গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
গত রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় সরাইল থানা সমিতি ঢাকা ও সরাইল উপজেলাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত ইকবাল আজাদের ছোট ভাই ও মামলার বাদী একেএম জাহাঙ্গীর আজাদ অভিযোগ করে বলেন, ’আমার ভাইয়ের খুনের পরিকল্পনার সঙ্গে ওসি গিয়াস উদ্দিন জড়িত। এ খুনের ঘটনার আগে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহবায়ক মাহফুজ আলীর সঙ্গে ওসি গিয়াস উদ্দিনের থানা কম্পাউন্ডে গোপন বৈঠক হয়। ওই বৈঠকেই আমার ভাইকে খুন করার পরিকল্পনা করা হয়।
মানববন্ধন চলাকালে ঢাকাস্থ সরাইল সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শাজাহান মিয়া, উপ-সচিব আব্দুস সালাম, সাংবাদিক মজলিস ফুয়াদ, শাহ্ মোতাসিম বিল্লাহ, প্রকৌশলী আশরাফুল ইসলাম শীতল, সোলেমান মিয়া, হোসাইন আহমেদ তফছির, তাজুল ইসলাম, মিজানুর রহমান, নূর মিয়া, শাহীন বক্স, ছাদেকুল বাশার প্রমুখ। মানববন্ধনে বক্তারা ইকবাল আজাদ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারে তিন দিনের আল্টিমেটাম দেন। পরে উপজেলা সদরের শহীদ মিনারে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল সোমবার বিকেলে অরুয়াইল, পাকশিমুল, চুন্টা, পানিশ্বর ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অরুয়াইল উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভপাতি মফিজ মিয়ার সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির প্রথম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বলেন, ’আগাম ঘোষণা দিয়ে ইকবাল আজাদকে খুন করা হয়। খুনীরা সেদিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিনভর উপজেলা সদরে মহড়াও দেয়। বিষয়টি জানানোর পরও ওসি কোনো ব্যবস্থা নেননি’।
হত্যাকান্ডের পরও পুলিশের ’অপকর্ম’ থেমে নেই বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ইকবাল হোসেনের অভিযোগ, ’ইকবাল আজাদ থানা থেকে মাত্র এক দেড়শ’ গজ দূরে খুন হলেও পুলিশ প্রাথমিক তদন্ত রিপোর্টে (এফআইআর) ঘটনাস্থল থানা থেকে ছয়শ’ গজ দূরে দেখিয়েছে’।
সাবেক ছাত্রলীগ নেতা শের আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ’ইকবাল আজাদের উপর হামলার আশঙ্কার কথা আমি নিজে থানায় গিয়ে বলে এসেছি। তারপরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়াতেই এ ধরনের ঘটনা ঘটল’।
পুলিশ সুপার জামিল আহমেদ বলেন, ’এ হত্যা মামলাটি আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতিমধ্যেই সেখানে একজন দক্ষ পুলিশ কর্মকর্তাকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আসামী গ্রেপ্তারে আমরা মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। আসামীরা জেলার বাইরে অবস্থান করছে নিশ্চিত হয়ে আমরা একাধিকস্থানে অভিযানও চালিয়েছি।
পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ মোবাইল ফোনে জানান, ইতিমধ্যেই সরাইল থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে। এ বিষয়ে কোনো লিখিত পাওয়া গেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সন্ধ্যায় নিজ দলের নেতা-কর্মীদের হামলায় প্রাণ হারান এ.কে.এম ইকবাল আজাদ। তিনি আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদককে আসামী করে মামলা করেন ইকবাল আজাদের ভাই জাহাঙ্গীর আজাদ। পুলিশ এ পর্যন্ত পাঁচজনেক গ্রেপ্তার করেছে। হত্যাকান্ডের পর বিক্ষুব্ধ জনতা বেশ কিছু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

(আরিফুল ইসলাম সুমন)

Check Also

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...

Leave a Reply