প্রধানমন্ত্রীর কাছে আ’লীগ নেতা ইকবালের মায়ের প্রশ্ন আর কত লাশ কবর দিব !

ব্রাহ্মণবাড়িয়া / ২৪ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিহত আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদের মাতা জুবেদা খাতুন (৮০) প্রশ্ন রেখে বলেন, আর কত লাশ কবর দিব !
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া গ্রামের বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই প্রশ্ন রাখেন। তিনি কান্নাজনিত কন্ঠে বলেন, ১৯৭৪ সালে ওই খুনিরা আমার স্বামী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেককে বাড়ির কাছেই গুলি করে হত্যা করে। দেশের অনিরাপদ সড়ক ৮১ সালে ছেলে সেনা কর্মকর্তা এ.কে.এম হুমায়ূন আজাদের জীবন কেড়ে নেয়। সে সময় সদর উপজেলার তন্তর এলাকায় তাকে বহনকারি প্রাইভেটকারের সাথে ট্রাকের সংঘর্ষে ছেলেটা প্রাণ হারান। গত রোববার সরাইল সদরে প্রকাশ্যে নিজ দলের লোকেরা নির্মমভাবে ছেলে একেএম ইকবাল আজাদকে কুপিয়ে খুন করে। চোখের সামনে একের পর এক লাশ আর…কত। স্বামী হত্যার বিচার পায়নি। দেশে কি আইন কানুন নাই। যদি থাকে, তাহলে আমি আজাদের খুনিদের ফাঁসি চাই। এই বুকফাটা আর্তনাত জানিয়ে নিহত স্বামী ও পুত্র হত্যার বিচার চেয়েছেন সরাইলে দলীয় কোন্দলে নিহত আওয়ামীলীগ নেতা একেএম ইকবাল দুঃখিনী মাতা জুবেদা খাতুন।

(আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া থেকে)

Check Also

নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন রেড ক্রিসেন্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তার পর এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ...

Leave a Reply