ব্রাহ্মণপাড়া / ২৩ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে নতুন আহবায়ক কমিটির দাবীতে ২৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া উপজেলা গেইট সংলগ্ন এলাকা থেকে ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মুমিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমেদ সবুজ, আবুল কালাম, মোশাররফ হোসেন লিটন, বিল্লাল হোসেন প্রমুখ। মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন এলাকায় সমাপ্ত করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমেদ সবুজ, মোশাররফ হোসেন লিটন, আবুল কালাম, পরিচালনা করেন বিল্লাল হোসেন। বক্তারা বলেন ছাত্রলীগের চলতি দায়িত্বে থাকা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যে আহবায়ক কমিটি জেলা কমিটির নিকট জমা করা হয়েছে। সেই কমিটি অনুমোদন দিতে হবে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা শতস্ফূর্ত ভাবে তাদের দাবীর সমর্থন জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...