ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ দলের নেতা-কর্মীদের হাতে আ’লীগ নেতা খুন

ব্রাহ্মণবাড়িয়া / ২১ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
দলীয় কোন্দলের জের ধরে নিজ দলের নেতা-কর্মীদের হামলায় টেটাবিদ্ধ হয়ে খুন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ইকবাল আজাদ।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ বাড়ি উপজেলার কুট্টাপাড়া থেকে প্রাইভেটকার যোগে উপজেলা সদরে আসার পথে অন্নদা স্কুলের সামনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। তাকে মূমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া এ হামলায় তার ছোট ভাই জাহাঙ্গীরও আহত হন। পুলিশ জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ আহবায়ক হাজী মাহফুজ আলীর সমর্থকরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হাজী মাহফুজ আলীর একই সাথে দুই পদে থাকা নিয়ে ১৮ অক্টোবর সিনিয়র সহকারি আদালতে(সরাইল) মামলা দায়ের করেন অরুয়াইল ইউনিয়ন যুবলীগ সভাপতি সফিকুল ইসলাম। পর দিন শনিবার রাতে যুবলীগের প্রথম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সাথে মোটর সাইকেল দিয়ে যুবলীগ নেতা সফিক যাওয়ার সময়ে উপজেলা সদরে তাকে আটকায় মাহফুজ আলী ও তার সমর্থকরা। এসময় কথাকাটাটির জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে আ’লীগ নেতা ইকবাল আজাদ ঘটনাস্থলে এসেছিলেন।
এ ঘটনার জের ধরেই গতকাল রবিবার সন্ধ্যায় তার উপর এ হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই এ.কে.এম ইকবাল আজাদের সমর্থকরা সদরের প্রতিপক্ষের একটি দোকান ভাংচুর করে। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো সরাইলে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলীর সমর্থকরাই এ হামলা চালিয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

(আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া)

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply