সেতো ছিন্ন পাতার মূলের মত
সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর
রাত্রিতে ঘুম না হওয়ার কষ্ট।
জীবন?
সেতো পদ্ম পাতার শিশির বিন্দু
ক্ষনিকের জন্য দেখা দিয়ে
মিলে যায় পরলোকে-
জীবন?
সেতো ড্যাফোডিলস
সব কাজ সমাপ্ত হওয়ার আগে
চলে যাওয়া-
রেখে যাওয়া কিছুকাজ
পরবর্তী প্রজন্মের জন্য
এরই নাম জীবন
যে তার সূত্র ধরে চলে
জীবনভর ।।