মেঘনা / ২০ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার মেঘনা উপজেলায় শুক্রবার রামপুর বাজারের বালু মাঠে বড়কান্দা ইউনিয়নের জাতীয় পার্টির এক কর্মী সমাবেশে প্রধান অতিথি জাতীয় পার্টির নেতা আবু জায়েদ আল মাহমুদ (মাখন সরকার) বলেন, পল্লী বন্ধু এরশাদ উপজেলা করায় আজ গ্রাম বাংলার মানুষের এত উন্নয়ন হয়েছে। এরশাদের শাষনআমলকে স্বর্ণ যুগের সাথে তুলনা করেন এবং জণগনকে এরশাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে স্বর্ণযুগের ফিরে আসতে আহ্বান জানান। তিনি বলেন দক্ষিন পূর্ব এশিয়ার বর্ষীয়ান নেতা পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ তার যোগ্য নেতৃত্বে বাংলার মানুষের শান্তি নিশ্চিত করেছিলেন। অতীতে পল্লী বন্ধুকে বিভিন্ন ভাবে দূর্নাম করে আসলেও দুই নারী নেতৃত্ব শাষন আমলে দেশের দূরবস্থার কথা ভেবে বর্তমানে মানুষ আবার পল্লী বন্ধুকে রাষ্ট্র পরিচালক হিসেবে পেতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলায় জাতীয় পার্টির সমাবেশের নাম শুনলে মানুষের ঢল শুরু হয়। মেঘনা উপজেলার বড়কান্দার ইউনিয়নের কর্মী সমাবেশ ডাকা হলেও হাজার হাজার মানুষের উপস্থিতিতে এটি জনসমাবেশে পরিনত হয়েছে। উপজেলার সকল রাস্তাঘাট দিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেছে মেঘনাবাসীকে। এমনি করে দেশের সর্বত্র জাতীয় পার্টির প্রতি মানুষের গণজোয়ার এসেছে। আপনারা সকলে আগামী নির্বাচনে পল্লী বন্ধুর ডাকে সাড়া দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানাচ্ছি। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন নুরে আলম নূর, মোঃ শাহজাহান, গাজী গোলাম মোস্তফা, মোঃ ফজর আলী, মোঃ শুকুর আলী, মোঃ উজ্জল সরকার, মোঃ রাশেদ সরকার, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, মোঃ আল আমিন, মোঃ জিয়াউদ্দিন জিয়া, মোঃ শহিদুল্লাহ, মোঃ কামরুল মাষ্টার, আবদুল বারেক, কবীর হোসেন, দাউদকান্দি উপজেলার মহিলা নেত্রী শাহনাজ পারভীন, মেঘনা উপজেলা মহিলা নেত্রী পারভীন আক্তার, মেঘনা উপজেলার জাতীয় পার্টির বহু নেতাকর্মী।
মোঃ ইসমাইল হোসেন মানিক, মেঘনা প্রতিনিধি