তিতাস / ১৮ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———
তিতাসে অপহরকারী ও মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবী এ কারাদণ্ড প্রদান করেন।
তিতাস থানা সূত্রে জানা যায়, উপজেলার বন্দরামপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে আরিফকে কড়িকান্দি বাজার ষ্টেশন থেকে অপহরকালে জনতার হাতে আটক দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন (৩০) কে এবং উপজেলার বাতাকান্দি বাজারে গাঁজা সেবন অবস্থায় আটক যশোর জেলার বসিন্দিয়া খাঁ পাড়ার পস্তু খা’র ছেলে আওলাদ খা (২৯) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি