ব্যবসায়ীরা হতাশঃ মতলব উত্তরে কোটি টাকার মালামাল নিয়ে মেঘনায় ট্রলার ডুবি

মতলব উত্তর / ১৮ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
চাঁদপুরের মতলব উপজেলার মেঘনা নদীর ছটাকী বাবুর বাজার এলাকায় কোটি টাকার ঈদের মালামাল নিয়ে ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ টি বাজারের ব্যাবসায়ীরা হতাশ হয়ে পড়েছে।
জানা যায়, নারায়নগঞ্জের সোনাকান্দা থেকে হান্নান মাঝির মালবাহী ট্রলারটি বাবুর বাজার, সটাকী বাজার ও ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের মালামাল বুঝাই করে ছেড়ে আসার পর ষাটনল ইউনিয়নের বাবুর বাজার ঘাটে ডুকার সময় ডুবচরে ধাক্কা খেয়ে উল্টে যেয়ে মেঘনা নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার থেকে এলাকাবাসী কিছু মালামাল উদ্ধার করলেও অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, বাবুর বাজার, সটাকী বাজার ও ছেংগারচর বাজারের পাইকারী ও খুরচা মুদি/কনফেকসনারী ব্যবসারীদের মালামাল ছিল ট্রলারটিতে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা ধারদেনা করে ঈদের মালামাল ক্রয় করে এ ট্রলারে করে নিয়ে আসছিল। ব্যবসায়ীদের থেকে খোজখবর নিয়ে জানা যায়,এই ট্রলারে প্রায় কোটি টাকার বেশী পরিমান মাল ছিল। ট্রলার ডুবির কারনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা নিস্ব হয়ে গেছে। অনেক ব্যাবসায়ীকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখ কান্নাকাটি করতে দেখাগেছে।

শামসুজ্জামান ডলার
মতলব উত্তর

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply