তিতাস / ১৮ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
তিতাসে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)-২ এর আওতায় ইউনিয়ন অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কলাকান্দি ইউনিয়ন পরিষদ (অস্থায়ী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জবেদ আলীর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে পিআরডিপি-২, বিআরডিবি ও জাইকার বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীদুর রহমান ও সংশ্লিষ্ট ইউনিয়নের পিআরডিপি-২ এর ডাবলাপমেন্ট অফিসার মোঃ আল মামুন। ইউনিয়ন পরিষদের সদস্য হোসনোয়ারা বেগম, মোমেনা বেগম, আয়েশা বেগম, মোঃ মহসিন সরকার, মোঃ জেবেল সরকার, মুনসুর আলী, আঃ রব, শফিকুল ইসলাম, বাচ্চু মিয়া, আঃ বাতেন সরকার, হরিপদ সাহা ও মোঃ কবির হোসেনসহ ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি