চাঁদপুরে স্কুল ছাত্র নিখোঁজ

চাঁদপুর / ১৮ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
চাঁদপুর শহরের লেডী দেহলভী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ শাহপরান (১১),পিতাঃ- মোঃ ইউনুছ,সাং- ইউনুছ ভিলা, ১১৯ হাজী মহসীন রোড, থানা ও জেলাঃ-চাঁদপুর। গত ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তারপর থেকে এ পর্যন্ত সে আর বাসায় ফেরেনি। তাদের সকল আত্মীয়-স্বজনদের বাসা বাড়িতে বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নাই। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা রং এর গেঞ্জি ও কালো রং- এর প্যান্ট। তার গায়ের রং ফর্সা। যদি কোন ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ১০৯৫/১৬.১০.১২। যোগাযোগের ঠিকানাঃ
মোঃ আল-আমিন ইউনুস ভিলা,১১৯ হাজী মহসীন রোড,চাঁদপুর।
মোবাইলঃ- ০১৭১২৭৬১৩৭০, ০১৯২২৯৩৯৭৩৪, ০১৭৭৬০৪৯৯৩৩।

(এ কে এম শাহেদ,চাঁদপুর থেকেঃ)

Check Also

চাঁদপুরে আ.লীগের ৪ ও বিএনপির ২ প্রার্থীর জয়

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুরের তিন উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগের চার ও বিএনপির দুই প্রার্থী ...

Leave a Reply