কুমিল্লা / ১৭ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর থেকে মঙ্গলবার রাতে ৫ ছাত্রদলের কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুরসহ কয়েকটি এলাকায় বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঈদ শুভেচ্ছার পোষ্টার লাগানোর সময় দেবিদ্বার থানার এস.আই শাহ কামাল আখন্দের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে ওই ৫ ছাত্রদলের কর্মীকে আটক করে। গ্রেফতারকৃত ছাত্রদলের কর্মীরা হলো- লক্ষীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে এরশাদ (২২), হারুনুর রশিদের ছেলে রুবেল (২০), মৃত আলী হোসেনের ছেলে মাসুদ (১৮), ইলিয়াস মিয়ার ছেলে রাসেল (২০) ও আব্দুস ছালামের ছেলে কামরুল (১৮)। এব্যাপারে উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট ফরিদ উদ্দিন জানান, সাবেক এমপি দানবীর ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর আকাশ ছোয়া জনপ্রিয়তা দেখে আ’য়ামীলীগ পুলিশ দিয়ে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করে অহেতুক হয়রানী করছে এবং আমি তাদের মুক্তি দাবী করছি।
দেবিদ্বার থানার এস.আই শাহ কামাল আখন্দ জানান, ওই ছাত্রদল কর্মীরা পোষ্টার লাগানোর সময় হট্টগোল করার কারনে তাদের গ্রেফতারপূর্বক বুধবার সকালে জেল হাজতে প্রেরন করি।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...