কুমিল্লা / ১৬ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বাংলাদেশের বৌদ্ধ জনসাধারনের উপর কক্সবাজারের রামু, উখিয়া, টেনাফ ওপটিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় কুমিল্লার বৌদ্ধদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন ও ত্রান বিতরণ করেন। কুমিল্লা ও নোয়াখালী বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি দর্শন সাগর পন্ডিত প্রবর ধর্মরক্ষিত মহাথেরোর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সম্বোধী সোসাইটি অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক শ্রীমৎ ধর্মপাল ভিক্ষু। কুমিল¬া নোয়াখালী বৌদ্ধ সংসদ (কনবস) এর সহ-সভাপতি ও বাইক ইউপি মেম্বার নির্মল সিংহ। কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ জিনুপাল ভিক্ষু, লগ্নসর রহিতগিরী তপবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রিয় বংশ ভিক্ষু, সম্বোধী সোসাইটির বৌদ্ধ যুবপরিষদের পরিতোষ সিংহসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানবতা বিবর্জিত এই ঘটনার সুস্থ্য বিচারের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট জোর দাবী জানান। রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথোরো ঘটনার বিস্ত্রারিত বিবরণ জানান। রামু ক্ষতিগ্রস্থ বৌদ্ধ জনসাধারনের জন্য কিছূ ত্রান সামগ্রী সীমা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরোর নিকট ধর্মরক্ষিত মহাথেরো হ¯তাšতর করেন।
আবদুর রহিম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি