মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার নিকট মোটা অংকের চাঁদা দাবী

মেঘনা / ১৬ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লা মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নিকট মোবাইল ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। থানা সূত্রে জানা যায়, মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবদুল মতিনের মোবাইল নাম্বারে মঙ্গলবার বিকাল ৪টায় ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এই টাকা পরিশোধ না করিলে তাহাকে প্রাননাশের হুমকি প্রদান করা হয়। তিনি এই ব্যাপারে মেঘনা থানাতে একটি জিডি করেন। জিডি নং ৪২৩, তারিখ ১৫/১০/১২ইং। তদন্তকারী অফিসার এস আই মোঃ রমজান। তদন্তে স্বার্থে এস আই রমজান হুমকি প্রদানকারীর মোবাইল নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেন। সূত্র জানায়,মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত একটি অপরাধ চক্র কাজ করে যাচ্ছে। এই চক্রটি বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী পরিচয়ে দিয়ে থাকে। খোজ নিজে জানা যায়, এই চক্রটি কোনো পত্রিকার সাথে জড়িত নয়। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহল এই চক্রটিকে লালন পালন করে। গত মাসে এই চক্রটি মুগারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালীউল্লাহর স্ত্রী নাছিমা বেগমকে ব্লাকমেইলিং করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চক্রটির সাথে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জড়িত বলে সূত্র জানায়। চক্রটি কয়েক মাস পূর্বে ব্লাকমেইলিং করার অপরাধে ঢাকা কদমতলী থানাতে গ্রেফতার হয়েছিল। ভয়-ভীতি পেয়ে ডাঃ আবদুল মতিন মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন। তিনি ২১ অক্টোবর পর্যন্ত ছুটি নিযে বাড়ীতে চলে গেছেন। ভয়ে আতঙ্কে তিনি সাংবাদিকদের কোনো প্রকার তথ্য দিতে চাচ্ছেন না।

মোঃ ইসমাইল হোসেন মানিক, মেঘনা প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply