ব্রাহ্মণবাড়িয়া / ১৬ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন (২০) নামক এক ফল ব্যবসায়ী নিহত হন। রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের হামলায় সুমন গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, রোববার সন্ধ্যায় শহরের কোর্ট রোডের সিটি সেন্টারের সামনে সুমনের ফলের দোকানের সামনে ফুটপাতে কান্দিপাড়ার এক মাছ ব্যবসায়ী দোকান বসাতে চাইলে সুমন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের জজ মিয়ার ছেলে। এদিকে সুমন খুন হয়ার প্রতিবাদে রোববার রাতে শহরে মিছিল বের করে এলাকাবাসী।
আরিফুল ইসলাম সুমন