মালয়েশিয়া / ১৫ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
মালয়েশিয়া আ’লীগ এর সহ-সভাপতি আব্দুল করীম এর মালিকানাধীন ডায়মন্ড লাউন্জে মালয়েশিয়া আ’লীগ এর এক কর্মীসভা গত রোববার অনুষ্টিত হয়।
মালয়েশিয়া আ’লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মকবুল হুসেন মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজার সন্ছালনায় বক্তব্য রাখেন মালয়েশিয়া আ’লীগ এর তৃনমুল পর্যায়ের নেতারা। তৃনমুল পর্যায়ের নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মকবুল হুসেন মুকুল, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অহিদুর রহমান, সহ-সভাপতি আব্দুল করীম, বীর মুক্তিযুদ্ধা শওকত হুসেন পান্না, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ন-সম্পাদক রাসেদ বাদল, যুবলীগ সভাপতি কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহীন সর্দার ।
উক্ত কর্মীসভায় উপস্তিহ ছিলেন সহ-সভাপতি হাজ্বী জাকারীয়া, যুগ্ন-সম্পাদক খন্দকার মাহতাব হুসেন,যুগ্ন-সম্পাদক হুমায়ন কবীর,শ্রমিকলীগ সভাপতি হাজ্বী লিটন আজিজ দেওয়ান, আ’লীগ নেতা হাজ্বী আব্দুর ছাত্তার, যুবলীগ সাধারণ সম্পাদক মনসুর আল বাসার সোহেল, আ’লীগ নেতা আবুল হুসেন, তামিলজায়া সভাপতি নাজমুল হুসেন, জালান ইপু সভাপতি এ.কে.এম আবুল হুসেন, আ’লীগ নেতা নুর মোহাম্মদ ভ’ইয়া, ছাএলীগ সভাপতি জহিরুল ইসলাম , আ’লীগ নেতা শওকত হুসেন, যুবলীগ নেতা শেখ কাইয়ুম,
প্রশ্নবোধক বক্তব্য রাখেন মালয়েশিয়া আ’লীগ নেতা মামুনুর রসীদ মামুন, ফারুক হুসেন, আ’লীগ নেতা শাখাওয়াত হুসেন জোসেফ, আ’লীগ নেতা এম.আমজাদ চৌধুরী রুনু, জালান ইপু সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ-আরও অনেকে,
সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে গৃহিত হয় আগামী ১৮/১১/২০১২ তারিখ রোজ রবিবার মালেশিয়া আ’লীগ এর উদ্যোগে এক সভা অনুষ্টিত হবে এবং ঐ সভা থেকে মালয়েশিয়া আ’লীগ এর পূণার্ঘ কমিটি ঘোষনা করা হবে বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হুসেন মুকুল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, এবং বলেন ঐক্যবদ্ধ আ’লীগ এর কোন বিকল্প নেই আসুন আমরা সকলে মিলে আমাদের ভুলক্রটি ভুলে গিয়ে ঐকবদ্ধ আ’লীগ গড়ে তুলে জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি এবং বিরোধিদলের হরতাল নৈরাজ্যর প্রতিরোধ গড়েতুলি।
এম.আমজাদ চৌধুরী রুনু, মালয়েশিয়াঃ