কুমিল্লা/ ১৫ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
সোমবার লাকসাম উপজেলার আজগরায় যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডাররা সন্ত্রাসী হামলা চালিয়ে শিবিরের লাকসাম উপজেলার সাবেক সভাপতি শহিদ উল্লাহর হাত-পায়ের রগ কেটে দিয়েছে। হামলায় শিবিরের জেলা সেক্রেটারী জয়নাল আবেদীনসহ আরো ৮ জন আহত হয়েছে।
জানা গেছে, চৌদ্দগ্রামে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালন শেষে দুপুরে আজগরার দামবাহার গ্রামে জেলা শিবির নেতা সেলিম মাহমুদ সোহেলের বাসায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দাওয়াত খেয়ে ফিরছিল। এ সময় আকস্মিক আজগরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমীনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীসহ বহিরাগত সন্ত্রাসীরা শিবির নেতাদের উপর অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগ ক্যাডাররা লাকসাম উপজেলা শিবিরের সাবেক সভাপতি শহিদ উল্লাহর হাত-পায়ের রগ কেটে দেয়। হামলায় ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিনের সেক্রেটারী জয়নাল আবেদীন, সেলিম মাহমুদ সোহেল, মাইন উদ্দীন মজুমদার, গিয়াস উদ্দীন, লাকসাম শহর শিবির সভাপতি মাইন উদ্দীন, সেক্রেটারী সাহাদাত হোসাইন, জামায়াত নেতা সাহাবুদ্দিন হায়দার, আনোয়ার হোসেনসহ ১০ শিবির কর্মী আহত হয়। গুরুতর আহত শহিদকে প্রথমে নাঙ্গলকোট সদর হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়।
ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের মুঠোফোনে একাধিক চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...