মতলব উত্তর(চাঁদপুর) / ১৪ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের সোহেল মিয়া (১৮)কে ইভটিজিংয়ের দায়ে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
গত রোববার উপজেলার সাদুল্লাপুর বেইলি ব্রিজের নিকট সোহেল মিয়া সঙ্গীসহ মোটর সাইকেলযোগে এসে ৭ম শ্রেনীর ছাত্রী তাহমিনা আক্তারের পথ রোধ করে ইভটিজিং করে এবং তাকে উঠিয়ে নিতে চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এসে সোহেল মিয়াকে আটক করে। সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি সোহেল মিয়াকে ৩ মাসের কারাদ- প্রদান করেন।
শামসুজ্জামান ডলার, মতলব উত্তর(চাঁদপুর)