তিতাস / ১৫ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার তিতাসে প্রাথমিক শিক্ষক সমিতির ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়। ১৫ অক্টোবর সোমবার ইউএনও শ্যামলী নবীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, একলারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ প্রধান শিক্ষক হযরত আলী, সামছুদ্দিন আহমেদ, রমিজ উদ্দিন, আঃ রহিম, শাহ জাহান, মোসাঃ আইনুনাহার, রবিউল্লাহ খান প্রমূখ।
নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি