ব্রাহ্মণবাড়িয়া/ ১৩ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণকবরের গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের আগমন নিয়ে উত্তেজনায় অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও আওয়ামীগ নেতারা। গত ১০ অক্টোবর ছিল নবীনগরের খারঘর গণহত্যা দিবস। ওই দিন গণকবর সংরক্ষণ পরিষদের উদ্যোগে ও পরিষদের সভাপতি সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন। কিন্তু পাল্টা গণকবর সংরক্ষণ কমিটির ব্যানারে শনিবার আরো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি করা হয় দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে। এ নিয়ে গত কয়দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের নেতৃত্বে গণকবর সংরক্ষণ পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ নেতারা। স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন তাকে না জানিয়েই অনুষ্ঠান সূচি তৈরি করায় এবং স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়ায় তিনিও আসবেন না বলে জানা গেছে।
শনিবার সকালে মন্ত্রীর দফতরের একজন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে ।
আরিফুল ইসলাম সুমন