লাকসাম / ১৩ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———
শনিবার লাকসামে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, কুমিল্লা-নোয়াখালী রেলসড়কের বাটিয়াভিটা নামকস্থানে থেকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ানআপ (১৮১) ট্রেনের নীচে পড়ে আলী আজ্জম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়। ওই বৃদ্ধার বাড়ী লাকসাম উপজেলার নরপাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বাটিয়াভিটা গ্রামে বোনের বাড়ীতে ওই বৃদ্ধা দীর্ঘদিন যাবত থাকতো। ওইদিন বিকালে আসরের নামাজের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে অসাবধনতা কারনে ট্রেন দূর্ঘটনায় স্বীকার হন।
(আবদুর রহিম , লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি )