লাকসাম / ১২ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
শুক্রবার কুমিল্লার লাকসামে ট্রেনে নীচে পড়ে এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন বিকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি শহরের উত্তর লাকসাম এতিমখানা রোড সংলগ্ন নামকস্থান অতিক্রম করার সময় অজ্ঞাতনামা এক যুবতী ট্রেনের নীচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা জানায়, একটি ফুলের তোড়া নিয়ে অজ্ঞাত ওই যুবতী দীর্ঘক্ষন রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলতে ছিল। হঠাৎ করে ট্রেন আসা মাত্র সে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানা পুলিশের এসআই মেজবাহ উদ্দিন জানায়, নিহত যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
আবদুর রহিম, লাকসাম, কুমিল্লা