কুয়ালালামপুর,মালয়েশিয়া / ১২ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বহু জল্পনা কল্পার পর মালয়েশিয়া বাংলাদেশীদের বন্ধ শ্রম বাজার উম্মত করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার ,দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে সমযোথা সাহ্মর এর পর এ চুক্তি সম্পাদিত হয়েছে বলে বিশেষ সূত্রে জানাগেছে, আগামি ডিসেম্ভরের মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে বলে সবাই আশাকরছেন, বায়রার বিরোধিথা সর্তেও বাংলাদেশ সরকার এচুক্তিতে সম্মত হয়েছে , এহ্মের্তে বাংলাদেশের জন্য আরেকটা সুখবর হল মালয়েশিয়া সরকার বাংলাদেশ কে সোর্স কান্টি হিসেবে অন্তরভোক্ত করতে ও সম্মত হয়েছে। সোর্স কান্টি হলে বাংলাদেশের শ্রমিকদের আর কলিং ভিষার জন্য অপেহ্মা করিতে হবেনা, প্রবাসী শ্রমিকরা এটা সরকারের একটা বিরাট সাফল্য মনে করেন, সরকার টু সরকারের চুক্তিতে বাংলাদেশের শ্রমিকদের আর ভিটেবাড়ী বিক্রি করিতে হবেনা সুদে ও টাকা নিতে হবেনা, খুব কম সুদে লোন পাবেন প্রবাসী কল্যন ব্যাংক থেকে , কারণ হিসেবে উল্লেক আছে ২০০৭ সালের কলিং ভিষায় প্রচুর দুর্নিতিতে মালয়েশিয়া সরকার অতিষ্ঠ হয়েছে বাংলাদেশের বায়রার উপর। যার দরুন মালয়েশিয়া সরকার কোন মতেই বারয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে ইচ্ছুকনা, গত ১৫ই মে মালয়েশিয়া আ’লীগ এর উদ্যোগে আয়োজিত এক সমবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তায় মানণীয় প্রবাসী কল্যান মন্ত্রী ইঃ খন্দকার মোশারফ হুসেন বলেছিলেন কিছু সংখ্যান অসাধু ম্যান পাওয়ার ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের নিরীহ শ্রমিকরা এসে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের সামনে খেয়ে না খেয়ে আমার দেশের সোনার ছেলেরা দিনাতিপাত করেছেন যা আন্তরজাতিক মিডিয়াতে ফলাও করে সংবাদ প্রকাশ পাওয়াতে দুদেশের সরকার বিব্রত অবস্তায় পড়ে । যাকিনা মালয়েশিয়া সরকারের সুনাম খুর্ণহয় , ঐসভায় বায়রার সাবেক সভাপতি আবুল বাসার ও বর্তমান সভাপতি শাহজালাল মজুমদার সাধারণ সম্পাদক আলী হায়দার উপস্তিহ ছিরেন, মন্ত্রীর এ বক্তব্য উপস্তিহ প্রবাসী শ্রমিকরা করতালির মাধ্যামে স্বাগত জানায়, উল্লেক আছে মালয়েশিয়া কাজের হ্মের্তে বাংলাদেশের শ্রমিকদের প্রচুর স্বনাম রয়েছে , নেপাল,মায়ারমার,ভিয়েতনাম, ইন্দোনিশিয়ান শ্রমিকদের সঙ্গে পাল্লাদিয়ে কাজ করে বাংলাদেশী শ্রমিকরা প্রচ্রর স্বনাম অর্জন করেছেন যা কিনা মালয়েশিয়াও প্রসংশাকরে, এ ব্যপারে দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া আছেন তাদের কয়েক জনের সঙ্গে আলাপ হয় চট্রগ্রামের রেজাউল করিম খোকা, বরিশালের সাইফুর রহমান, ব্রাহ্মণবাড়ীয়ার আব্দুর রাজ্জাক, কিশোরগন্জের আলম মিঞা বলেন যদি সরকার বাংলাদেশ থেকে সরকারী ভাবে শ্রমিক সফল ভাবে পাঠাতে পারেন তাহলে এ সরকারের এটা হবে বিরাট একটা সাফল্য যাকিনা আগামি সংসদ নির্বাচনে এর প্রভাব পরবে বলে তারা মনে করেন, সর্বশেষ এব্যপারে কথা বলি মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল করীম এর সঙ্গে তিনি আমাকে বলেন ১৯৯৬ সালে ও বর্তমান সরকারের আমলে মালয়েশিয়া সরকার অবৈধ বাংলাদেশী শ্রমিকদের পারমিট দিয়েছিল এখনো এ সরকারের আমলে আবার অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ হয়েছে, সরকার টু সরকার শ্রমিক আনার ব্যপারে জনাব করিম বলেন এটা আমাদের জন্য অর্তন্ত আনন্দের সংবাদ যে খুব অল্পটাকায় মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক আসতে পারবেন এ জন্য আমি মানণীয় প্রবাসী কল্যন মন্ত্রী ইন্জিঃ মোশারফ হোসেন, মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনার জনাব আতিকুর রহমান কে মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির পহ্মথেকে ধন্যবাদ জানাই , তাদের অশেষ প্রচেষ্টা আজকে এ প্রক্রিয়া সফল হয়েছে বলে মনে করেন। তবে জি টু জি শ্রমিক আনার চুক্তি হওয়ায় খুশি হতে পারেননি কতিত দালাল নাম দারি আদম ব্যবসায়ীরা।
এম.আমজাদ চৌধুরী রুনু,কুয়ালালামপুর,মালয়েশিয়া থেকেঃ