লাকসাম / ১১ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বৃহস্পতিবার লাকসামে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকই, মুদাফরগঞ্জ ও পশ্চিমগাঁও এর ৪৪ জন ভূমিহীনের মাঝে ১একর ৪৫ শতক সম্পত্তির দলিল হস্তান্তর করেন কুমিল্লা-৯ লাকসাম -মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো.শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক সওয়ার উদ্দিন সিদ্দীকি, মহিলা ভাইস চেয়ারম্যান আ.ন.ম আজমেরী খানম শিউলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানুনগো আমির হোসেন, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদার, শাহআলম, নূর হোসেন, আবদুল আউয়াল আবুল, মোবারক হোসেন ভূঁইয়া, রুহুল আমিন ও আবুল কালাম আজাদসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ। পরে তিনি একটি বাড়ী একটি খামার প্রকল্পের উঠান বৈঠক সপ্তাহ সমাপনী উপলক্ষে উপকার ভোগীদের মাঝে ও পুরস্কার বিতরণ করেন।
আবদুর রহিম
লাকসাম