ব্রাহ্মণবাড়িয়া/ ১০ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান, অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।
আ.হ.ম মোস্তফা কামালের প্রেস সচিব ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আশরাফ পিকো টেলিফোনে জানান, মঙ্গলবার অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিং- এ ২০১২-২০১৪ মেয়াদে আ.হ.ম মোস্তফা কামালকে আইসিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশের কৃতি ব্যক্তিত্ব আ.হ.ম মোস্তফা কামাল আইসিসির ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ব্যান্ডদল ক্রান্তির প্রধান ইমতিয়াজ খান শ্যামল, ফ্যাশন হাউজ মাছরাঙ্গার জনি মল্লিক, সৃস্টি সংগঠনের রিয়াসাদ আজিম, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মানিক মিয়া অনুরূপ অভিনন্দন জানিয়েছেন ।
(আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া)