নাসিরনগর / ৯ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———
বিলের সীমানা নির্ধারণ, জলদস্যুদের ঝুলুম নির্যাতন বন্ধ এবং অমৎস্যজীবিদের করা সমবায় সমিতি বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিছিল সমাবেশ করেছে জেলারা।
বুধবার সকালে উপজেলার নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতি লিঃ এর সহস্ত্রাধিক সদস্য এ বিক্ষোভ মিছিল সমাবেশ করে। পরে দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহিদ মিনার পাদদেশে সমাবেশ করে। সমাবেশে জেলেদের মাঝে বক্তব্য রাখেন, শিশির দাস, নগেন্দ্র দাস, নিতাই দাস, কৃষ্ণকান্ত দাস, চন্দ্র কুমার দাস, অনিল দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বিল খরাতি ও বিল উত্তরবাল¬ার সীমানা নির্ধারন, তাদের জলাশয় থেকে জলদস্যুদের বিতারিত করে প্রকৃত জেলেদের অধিকার রক্ষার দাবি জানান।
(আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া)