মতলব উত্তর/ ৭ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া নূররুল হুদা উচ্চ বিদ্যালয় ঘেঁষে ইটভাটা করার প্রতিবাদ ও জেলা প্রশাসকের কাছে আবেদন করায় স্কুর ম্যানেজিং কমিটির সদস্যকে ইটভাটার মালিক পক্ষের রোকজন প্রাণনাশের হুমকি দেয় বরে থানায় জিডি করেছে।
থানার জিডি সূত্রে জানা যায়, উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া নূরুল হুদা উচচ বিদ্যালয় ঘেঁষে মেসার্স দেওয়ানজী ব্রিকস ম্যানুফ্যাকচারার্স নামে ইটভাটা করছে। স্কুল সংলগ্ন জমিতে ইটভাটা তৈরি বন্ধ করার জন্য জেলা প্রশাসক বরাবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হুমায়ুন পাটোয়ারী স্কুলের পক্ষে আবেদন করেন। ৩ অক্টোবর বিদ্যালয়ে সভা চলাকালীন আমুয়াকান্দার আঃ আউয়াল প্রধান ও শাহজাহান পাটোয়ারীসহ আরো কয়েকজন হুমায়ুন পাটোয়ারীকে বেপরোয়া আচার আচরনসহ অশ্লীলভাষায় গালমন্দ করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
ওই দিনই মতলব উত্তর থানায় হুমায়ুন পাটোয়ারী জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়রী করেছে।
শামসুজ্জামান ডলার, মতলব উত্তর(চাঁদপুর)