কুমিল্লা সিভিল সার্জন অফিসে মাসিক মিটিং চলাকালে লাকসাম ই পি আই কর্মচারীর মৃত্যু

লাকসাম / ৭ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
রবিবার কুমিল্লার সিভিল সার্জন কর্মকর্তা কার্যালয়ে জেলার অধিনস্থ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই পি আই কর্মচারী (মেডিকেল টেকনিকেল ইনর্চাজ) মোস্তফা কামাল (৫৫) মাসিক মিটিং চলাকালে বেলা ১১ টায় আকস্মিক মৃত্যু বরণ করেন।

জানাযায় প্রতিমাসের ন্যায় সিভিল সার্জন কার্যালয়ে হাসপাতালের ই পি আই বিষয়ে সিভিল সার্জন আবুল কালাম আজাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া কালীন জ্ঞান হারিয়ে ফেলেন। সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত অন্যান্য ডাক্তার ও সহকারীরা মোস্তফা কামালকে পার্শ্ববর্তি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের ফুলহরা গ্রামে। তিনি লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘ দিন কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপস্থিত ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যু সংবাদের বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন আবুল কালাম আজাদকে মুঠোফোন জিজ্ঞাসা করা হলে তিনি জানান প্রশ্ন উত্তর চলাকালীন মোস্তফা কামাল আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলে ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন।

আবদুর রহিম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply