তিতাস / ৭ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার তিতাস উপজেলায় দড়িমাছিমপুর গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে রোস্তম আলী (৫০) কে এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিতাস থানা পুলিশ কলাকান্দি ব্রীজ থেকে গাঁজা সেবন অবস্থায় গ্রেফতার করে ৭ অক্টোবর রবিবার উপজেলা নির্বাহী অফিসার এ সাঁজা দেন।
থানার এস.আই আশিকুজ্জামান জানান, টহলরত অবস্থায় থানা পুলিশ উপজেলার কলাকান্দি গ্রাম সংলগ্ন ব্রীজ থেকে দড়িমাছিমপুর গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে রোস্তম আলীকে গ্রেফতার করে মোবাইল কোর্টের আওতায় এক মাসের সাঁজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি