দেবিদ্বার / ৬ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৭ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী মিজানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, ২০০৯ সালে ৮০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার হয় ওই মিজান এবং পরে জামিনে বেড়িয়ে আসে সে। চলতি বছরের ২২ জুলাই কুমিল্লার দ্রুত বিচার ট্রাবুনালের আদালত ওই মামলায় মিজানকে ৭ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রদানের পর জামিনে থাকা মিজান পালিয়ে যায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের বিত্তিতে এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে উপজেলার ভিরাল্লাস্থ বাড়ি থেকে ৭ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী মিজানকে গ্রেফতার করে। মিজান ওই এলাকার আবুল হোসেনের ছেলে।