লাকসাম / ৬ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
লাকসাম পৌরশহরের ৬নং ওয়ার্ডের পশ্চিমগাঁও দরগা বাজারে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে এক চা¬-চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকনের নির্দেশক্রমে ৫ ও ৬নং ওয়ার্ডের মধ্যবর্তী দরগা বাজার হওয়ায় এখানকার তৃণমূল পর্যায়ে বিএনপি, যুবদল ছাত্রদলকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে প্রতিমাসে নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠক, আলোচনা সভা ও চা- চক্র করার নির্দেশ দেন এই পৌর বিএনপি নেতা। তাহার আলোকে গতকাল পশ্চিমগাঁও গাজী সোহেদা ইয়ামিনী (রাঃ) মাজার কমপ্লেক্স ময়দানে চা-চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন। অনুষ্ঠানে সাবিক তত্ত্বাবধানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদানকারী মো. ফারুক হোসেন, মো. রুহুল আমীন, রমজান আলী দুলালসহ আরো অনেকেই। নব যোগদানকারীরা বলেন পশ্চিমগাঁও এলাকা পাকিস্তান সরকার আমল থেকে মুসলিমলীগের অদ্যষিত এলাকা হিসেবে পরিচিতি। আমাদের বাপ চাচাদের ঐতিহ্য ধরে রাখতে ইসলাম ও জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির অধিকতর মিল থাকায় এ বৃহত্তম রাজনৈতিক সংগঠনের যোগদান করে নিজেদেরকে ধন্য মনে করি। আগামীতে সকল জোরজুলুমের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে ।
(আবদুর রহিম ,লাকসাম, কুমিল্লা)