কুমিল্লা / ৪ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
চট্টগ্রামের পটিয়ায়, কক্সবাজারের রামুসহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধমন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙ্গচুরের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার মানব বন্ধন করেছে কুমিল্লা ও নোয়াখালি জেলায় বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা।
চট্টগ্রামের পটিয়ায়, কক্সবাজারের রামুসহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধমন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের বসতবাড়িতে তাণ্ডব চালানোর ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
ওই সব চিহ্নিত লোকজন নানাভাবে এখনও বৌদ্ধ ধর্মাবলম্বীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন এবং ঘটনার ৫ম দিনেও চরম নিরাপত্তাহীন এবং আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
মানব বন্ধনে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক বিচারের দাবী জানানো হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...