মতলব/ ১ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে গত রোববার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সের বটতলায় বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মতলব উত্তর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যা প্রধান। সভা পরিচালনা করেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লবাইরকান্দি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ অলিউল্যাহ, জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিকারী আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্যাহ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার, চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, আমিয়াপুর মাদ্রাসার সুপার মাওঃ আমিনুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুণ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর ফারুক, স্বপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল ইসলাম খান, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, ফরাজীকান্দি আল ওয়েসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান প্রমূখ।
শামসুজ্জামান ডলার/ মতলব উত্তর