কুমিল্লা/ ১ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
৯-১৩ অক্টোবর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম’র জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২। তথ্য,যোগাযোগ ও প্রযুক্তি খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখা ইতোমধ্যে কম্পিউটার মেলা আয়োজনের সকল প্রস্তুতি গ্রহন করেছে। বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনস্থ আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগীতায় কুমিল্লা জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত এ কম্পিউটার মেলায় দেশের সেরা আইটি প্রতিষ্ঠান গুলো ছাড়াও কুমিল্লার স্থানীয় প্রতিষ্ঠান গুলো অংশ গ্রহন করবে। ডিজিটাল জীবনাধারা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষম জনগোষ্ঠী তৈরি করে আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির গণজাগরণ সৃস্টির লক্ষ্যেই এ আয়োজন। কুমিল্লায় ৫দিন ব্যাপী এ প্রদর্শনী এবং প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজিত নানা অনুষ্ঠানাদি সারা দেশে বহমান তথ্যপ্রযুক্তির সুবাতাসকে কুমিল্লায় আরও বেশি প্রবাহমান করবে বলে আশা করা যাচ্ছে। মেলায় অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির প্রদর্শণী, ট্রেনিং ইন্সটিটিউট সমূহের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি থাকলে সভা-সেমিনার, সচেতনতামূলক কর্মসূচি, প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতাসহ বিবিধ অনুষ্ঠানমালা। স্কুল শিক্ষার্থীদের বিনা টিকেটে মেলায় প্রবেশের সুবিধা ছাড়াও ফ্রি গেমিং, ইন্টারনেট জোনসহ নানা আয়োজন রয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...