
কুমিল্লার তিতাসে খুন হওয়া ইমন হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার শোলাকান্দি হতে তিতাস থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
তিতাস থানার এস.আই শহীদুল ইসলাম জানান, মামলার এজাহারভূক্ত আসামী শোলকান্দি গ্রামের মো. এমরান হোসেনের ছেলে রজ্জব আলী (২৫) ও মকুল মেম্বারের ছেলে মাসুদ রানা (২৫) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামীদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ, ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে গৌমতী নদীর দক্ষিণপাড়ে মৌলভী খালপাড় নামকস্থানে উপজেলার শোলকান্দি গ্রামের শহীদ উল্লাহর ছেলে ইমন হোসেনকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই স্বপন বাদী হয়ে দাউদকান্দি থানায় ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং-৩১, তারিখঃ ২৯/০৯/২০১২ইং)।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি