মেঘনা/ সেপ্টেম্বর-৩০(কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লা মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বড়কান্দা মোড় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব:) সুবেদ আলী ভূইয়া এমপি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল আলম, আওয়ামীলীগ নেতা মোঃ রতন শিকদার, সদস্য সচিব ডাঃ মোঃ খোরশেদ আলম সরকার, আবদুস সালাম, কৃষকলীগের সভাপতি মোঃ খালেকুজ্জামান খলিল, মেঘনা যুবলীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজ, সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ আল বাকি(শামীম), ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন। সম্মেলনে বড়কান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করা হয় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলামকে। সাধারন সম্পাদকের পদে মোঃ আলম ও মোঃ জাহাঙ্গীর দুজন প্রার্থী থাকায় পূর্নাঙ্গ কমিটি নাম প্রকাশ করা হয়নি।
মোঃ ইসমাইল হোসেন মানিক
মেঘনা প্রতিনিধি