লাকসামে দারোগার ছেলে গ্রেপ্তার

লাকসাম/ সেপ্টেম্বর-২৯(কুমিল্লাওয়েব ডটকম)———-
চট্টগ্রামের এক স্কুলছাত্রীকে অহরন করার দায়ে লাকসাম থানার এস.আই আলী হোসেন দুয়ারীর বখাটে ছেলে মোশারফ হোসেন বাবুকে শনিবার বিকেলে লাকসাম থানা পুলিশ কোয়াটার থেকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
খুলশী থানা পুলিশ জানায়, চট্টগ্রামের ফিরোজ শাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী বিবি কুলসুম জুবলী (১৪) কে গত ১১ সেপ্টেম্বর স্কুলের আসার পথে বখাটেরা অপহরণ করে নিয়ে যায়। স্কুল ছাত্রীর ভাই মো. রিয়াদ বাদী হয়ে লাকসাম থানার এস.আই আলী হোসেন দুয়ারীর ছেলে মোশারফ হোসেন বাবু, চট্টগ্রামের আলমগীর হোসেন ও ফরহাদ হোসেনকে আসামী করে অপহরনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ইং ধারায় (মামলা নং-১২/১১-৯-১২) মামলা দায়ের করলে পুলিশ স্কুলছাত্রী বিবি কুলসুম জুবলীকে উদ্ধার করে। এদিকে আলমগীর হোসেন ও মোশারফ হোসেন বাবুকে গ্রেপ্তার করলেও অপর আসামী ফরহাদ হোসেন পলাতক রয়েছে।

আবদুর রহিম, লাকসাম প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply