লাকসামে বন কর্মকর্তা কর্তৃক বনায়নের টাকা আত্মসাত

লাকসাম (কুমিল্লা)/ সেপ্টেম্বর-২৭ (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার লাকসামে বনকর্মকর্তা কর্তৃক বনায়নের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। সামাজিক বনায়নের আওতায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দারিদ্র বিমোচনের লক্ষে সরকারী অর্থায়নে সড়ক ও জনপথের বনায়নের কর্মসূচী অংশ হিসেবে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বৎসরে মনোহরগঞ্জ উপজেলায় ১৬ কিঃ মিঃ এবং লাকসাম উপজেলায় ১৬ কিঃ মিঃ বনায়ন করা হয়। সরকারী নীতিমালা অনুসারে প্রতি ১ কিঃ মিঃ বনায়নের জন্য পাহারাদারের বেতন বাবত ১ হাজার ৫’শ টাকা অনুসারে গত বছরের লাকসামে ৬ কিঃ মিঃ এবং মনোহরগঞ্জে ৬ কিঃ মিঃ বনায়নে প্রতি মাসে বেতন বাবত ১৮ হাজার টাকা আসলেও তারাপাইয়া-গাজীরপাড় সড়কে ২ জন পাহারাদার এবং লুধুয়া -নাথেরপেটুয়া সড়কে একজন পাহারাদার নিয়োগ দেয়া হয়। তারাপাইয়া- গাজীরপাড় সড়কে ২ জনকে মাসিক ৩ হাজার টাকা হারে ৬ হাজার টাকা দেয়া হয়। প্রতি মাসে ৩ হাজার টাকা করে বন কর্মকর্তার পকেটে যায়। মনোহরগঞ্জ উপজেলার লুধুয়া -নাথেরপেটুয়া সড়কের একজন পাহারাদার ৪ হাজার টাকা বেতনে রেখে বাকী ৫ হাজার টাকা বন কর্মকর্তার পকেটে যায়। চলতি বছরের জুলাই মাসে লাকসামে ১০ কিঃ মিঃ এবং মনোহরগঞ্জ ১০ কিঃমিঃ বনায়ন করে দুই উপজেলায় ৪ জন করে ৮ জন পাহারাদার নিয়োগ দেয়া হয়। তাদেরকে ২ কিঃ মিঃ বনায়নের জন্য আড়াই হাজার টাকা মাসিক বেতনে ২৪ হাজার টাকা প্রদান করা হয়। অথচ প্রতি ১ কিঃ মিঃ দেড় হাজার টাকা অনুসারে ৩০ হাজার টাকার পরিবর্তে ২৪ হাজার প্রদান করে বাকী টাকা বন কর্মকর্তা আত্মসাৎ করে। সরকারী বনায়নের টাকা আত্মসাতের বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বনায়নের পাহারাদারের বেতন টাকা আত্মসাত করা হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত’র ব্যাপারে সরকারী নীতিমালা অনুসারে ব্যবস্থা নেয়া হবে। বনায়নের টাকা আত্মসাতের বিষয়ে উপজেলা বন কর্মকর্তা শাহ আলম প্রধানীয়া জানান, আমি নতুন এসেছি এবং জুলাই-আগষ্টের বেতন বাবত রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান থেকে ৫০ হাজার টাকা বুঝিয়ে পেয়ে পাহারাদারদের ২ মাসের বেতন আড়াই হাজার টাকা করে দিয়েছি। বিগত দিনে পাহারাদারদের বেতনের টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছুই জানি না। তারাপাইয়া- গাজীরপাড় সড়কে পাহারাদার সুজন জানান, আমরা বিগত দিনে মাসিক ৩ হাজার টাকা করে বেতন নিয়েছি। নতুন বন কর্মকর্তা এসে পূর্বে বেতনের চেয়ে কমিয়ে আড়াই হাজার করে জুলাই-আগষ্টের বকেয়া বেতন দিয়েছে। যে টাকায় একজন লোক চাকুরী করা মোটেই সম্ভব নয়।

আবদুর রহিম , লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply