মতলব উত্তর / সেপ্টেম্বর-২৭ (কুমিল্লাওয়েব ডটকম)———-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ- জহিরাবাদ এলাকার মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার, ২টি ভলগেট ও ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন অভিযান চালিয়ে ড্রেজার-কার্গোসহ ৮ জন আটক করে।
জানা যায়, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন মতলব উত্তর থানার পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টায় আমিরাবাদ- জহিরাবাদ এলাকার মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন এলাকায় যায়। সে সময় বালু উত্তোলন করলে ঘটনাস্থল থেকেই মেসার্স মাসুদ এন্টার প্রাইজ নামে ১টি ড্রেজার, আম্মাজান ও এমভি সুমাইয়া মিম নামে ২টি ভলগেট আটক করে। ড্রেজার ও ভলগেটে থাকা ৮ জনকে আটক করা হয়েছে। ড্রেজার ও ভলগেটে মোহনপুর পুলিশ ফাঁড়ির আওতায় রাখা হয়েছে। আটককৃত লোকজন হলেন- কাউসার সরকার(বাবু) , মাসুদ রানা, মোঃ আশ্রফ, মুক্তার হোসেন, মামুন, মাহবুল হোসেন,আক্তার হোসেন ও জাহেদুল । আটককৃত ৮ জনের মধ্যে ৫ জনকে মতলব উত্তর থানায় ও ৩ জনকে মোহনপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
আটকের কথা স্বীকার করে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ এলাকায় বালু উত্তোলনে বৈধ কাগজপত্র থাকলে বালু উত্তোলনকারী কর্তৃপক্ষকে নিয়ে আসতে বলা হয়েছে। সঠিক কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানান, আমিরাবাদ-জহিরাবাদ অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারনে নদী ভাঙন ব্যাপক আকার ধারন করেছে।
শামসুজ্জামান ডলার, মতলব উত্তর