
মহানবী হযরত মুহাম্মদ(স.)কে ব্যাঙ্গ ও অবমাননা করে চলচিত্র নির্মানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দেবিদ্বার ঈমান আক্কীদা সংরক্ষন কমিটির আয়োজনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার ঈমান আক্কীদা সংরক্ষন কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইমরান হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আবু তাহের, হাফেজ মাওলানা মিজানুর রহমান,মাওলানা ফয়জুর রহমান, আলহাজ গোলাম রাব্বী, ডাঃ মহসীন আলম প্রমূখ। ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেবিদ্বারের বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রান মুসলমানরা অংশ গ্রহন করেন এবং ইসলাম বিদ্বেষী ছবি নির্মাতা শ্যামবাছিল সহ সকল নাস্তিকদের বিচারের দাবী করা হয়।