ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর-২৫ (কুমিল্লাওয়েব ডটকম)———-
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছে অবস্থিত ১২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড (বিজিবি) সদর দফতরে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ১ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ও বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা ফেরদৌস এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি। এসময় বিজিবি ১২ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মুহাম্মদ শাহজাহান, সরাইল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, গত ৬ মাসে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করেছে ১২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড।
বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ শাহজাহান জানান, মাদকদ্রব্য পাচার সহ চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড যথাযথ দায়িত্ব পালন করছে। ফলে মাদকপাচার পূর্বের চেয়ে কমেছে। চলতি বছরের ১ লা মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১২ বর্ডার গার্ড মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ভারতীয় ১ হাজার ১৬ কেজি গাজা, ৩ হাজার ৭ শত ৪০ বোতল হুইস্কী, ১১ হাজার ৫শত ৮বোতল ফেন্সিডিল, ২শত ২৯ লিটার চোলাই মদ, ২২ বোতল বিয়ার, ৪শত ৯৬ বোতল রিকোডেক্স, ১শত ৪৩ বোতল কোরেক্স, ৫৫ বোতল সিলেন্সার, ২শতটি নেশার ইনজেকশন, ১২ বোতল এক্সটার্ণ, ১১হাজার ৫শত পাতাবিড়ি, ৯ পুড়িয়া হোরোইন, ৫ হাজার ৭শত ৫০পিস নেশা জাতীয় ট্যাবলেট আটক করে। এসবের মূল্য ২ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৯শত ৩৮ টাকা। এরমধ্যে মালিকবিহীন ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ২৫ টাকার মাদকদ্রব্য (আজ) মঙ্গলবার ধ্বংস করা হয়েছে। তিনি আরো জানান, ৬ মাসে মোট ৫শত ৯৪টি মামলা হয়েছে এবং ১শত ৪৩ জন আসামীকে আটক করা হয়। প্রতিমাসে গড়ে ৯৯ টি মামলা হচ্ছে।
(আরিফুল ইসলাম সুমন)