ব্রাহ্মণপাড়া / সেপ্টেম্বর-২৫(কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের উঠান বৈঠকের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আ: সামাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলশান আরা বেগম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, উপজেলা সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, মাঠসংগঠক আ: হালিম, পারভীন আক্তার, হিসাব রক্ষক খোরশেদ আলম, অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদুর রহমান। এসময় ৩৬টি সমিতির মধ্যে ভাল কার্য্যক্রম পরিচালনার জন্য মহালক্ষীপাড়া দ: গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে এনামাল হক সুমন, সাহেবাবাদ দ: গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে জয়নাল আবেদিন, নগরপাড় গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে মো: ইউনুস, টাটেরা ছাতিয়ানী গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে মনোয়ারা বেগমকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। এসময় সকলকে প্রকল্পে উদ্ভূদ্ধ করার লক্ষ্যে ’নতুন আলো’ নাটকটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...