ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর-২৫ (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার ডাকাতদল হামলা চালিয়ে একটি পরিবহন থেকে অন্তত ১৭ হাজার টাকার পোল্ট্রি মুরগি লুট করেছে। এসময় মুখোশধারী ডাকাতদের মারধোরে মুরগির মালিক মো. সোহেল মিয়া এবং গাড়ি চালক মো. ইয়াছিন মিয়া গুরুতর আহত হন। ডাকাতরা তাদের কাছ থেকে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও ১টি মোবাইল সেট নিয়ে যায়। গত সোমবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে সরাইল-অরুয়াইল সড়কের বড়িউড়া কদমতুলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ডাকাতদের কবলে পড়া উপজেলার চুন্টা এলাকার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সোহেল মিয়া ও একই এলাকার গাড়ি চালক ইয়াছিন জানান, ভৈরব থেকে ৩০ হাজার টাকার মুরগি নিয়ে গাড়িতে করে তারা সরাইলের চুন্টায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে গাড়িটি পৌঁছলে ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত গাড়ির গতিরোধ করে এবং তাদের মারধোর করে ডাকাতরা ১৭ হাজার টাকার মুরগিসহ নগদ টাকা ও মোবাইল সে লুটে নেয়।
আরিফুল ইসলাম সুমন