ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক অস্ত্র-গুলি উদ্ধার : মানুষের মাঝে স্বস্তি

ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর-২৩ (কুমিল্লাওয়েব ডটকম)———-

র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে গত কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে একের পর এক অস্ত্রসহ গুলি উদ্ধারের ঘটনায় জেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ধরণের অভিয়ান অব্যাহত রাখতে র‌্যাব ও পুলিশের প্রতি আহবান জানিয়েছেন জেলার নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে হঠাৎ করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধারে অনেকে জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আগের যেকোন সময়ের তুলনায় জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জানা গেছে, গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের কাজীপাড়া হযরত শাহ সৈয়দ ফরছাদ আলী জামে মসজিদ এর পূর্ব পার্শ্বের কবরস্থান সংলগ্ন জঙ্গলের মধ্যে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ০২ টি বিদেশী রিভলবার ও একটি পিস্তল এবং ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
এদিকে গত শুক্রবার রাতে পৃথক অভিযানে পুলিশ শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ও জেলা পরিষদ ভবনের মধ্যবর্তী রেল লাইন থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান এবং কাওয়াল হাটি রেল ক্রসিং থেকে ৩টি কার্তুজসহ ১টি পাইপগান উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী স্টেডিয়াম ও কাজীপাড়া বালুর মাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ টি রাইফেল সহ প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫০৭ রাউন্ড টুটু বোরের রিভলবারের তাজা গুলি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব এসব অস্ত্র উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।

আরিফুল ইসলাম সুমন

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply