মতলব/ সেপ্টেম্বর ২১ (কুমিল্লাওয়েব ডটকম)—–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মালবাহী কার্গোতে ডাকাতিকালে ৭ নৌদস্যুকে আটক কর হয়। শুক্রবার দুপুরে এখলাছপুরের অদূরে মেঘনা নদী দিয়ে চাউলবাহী কার্গোতে ডাকাত দল হানা দেয়। অস্ত্র দিয়ে কার্গোর লোকজনদের জিম্মি করে ফেলে। কার্গো থেকে চাউল ট্রলারে নামাতে গিয়ে ট্রলারটি ডুবে যায়। কার্গোর লোকজনের ডাকচিৎকারে নদীতে থাকা জেলেরা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় ৭ নৌ ডাকাতকে আটক করে। আটককৃত ডাকাতরা হলো: মোহনপুর গ্রামের বাচ্চু খালাশীর ছেলে ডাকাত সর্দার উজ্জল ওরফে বাবলা (৩০), মুন্সিগঞ্জ কালীরচরের জমির আলী মল্লিকের ছেলে সাইফুল ইসলাম (২৫), হোসেন বেপারীর ছেলে হেলাল বেপারী (২৫), মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের ইউপি মেম্বার বাবুল সরকারের ছেলে সাহাদাত হোসেন (২০), কালীপুরের কাসেম বেপারীর ছেলে চাঁন মিয়া (২০), রাঢ়ীকান্দি গ্রামের মতিন সরকারের ছেলে নাজির (২০) ও ছানাউল্যাহর ছেলে মজিবুর রহমান(২৩)।
ডাকাত সর্দার উজ্জল ওরফে বাবলা এ অঞ্চলের চিহ্নিত ডাকাত, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলম জানিয়েছেন।
শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর)