কুমিল্লা/সেপ্টেম্বর ২১ (কুমিল্লাওয়েব ডটকম)—–
শুক্রবার সকাল ১০টায় একযুগ পূর্তি উপলক্ষে বিনিয়োগকারী সমাবেশ ইনসাফ গ্রুপের চেয়ারম্যান একেএম এমদাদুল হক মামুনের সভাপতিত্বে কুমিল্লা টাউনহলে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোখলেছুর রহমানের পরিচালনায় মাওলানা সাজ্জাদ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি বলেন বিনিয়োগ কারীগণের টাকায় আমরা ব্যবসা করি। আমরা চেষ্টা করি হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার। এ ক্ষেত্রে বিনিয়োগকারী ভাই বোনদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মামুন বলেন ইনসাফের প্রকল্পসমূহ হল ‘‘ইনসাফ গার্ডেন সিটি’’, ‘‘ইনসাফ রোজ ভ্যালি’’ যা চলমান। ইনসাফ গার্ডেন সিটিতে আমরা প্রত্যেকে যদি প্লট বিক্রির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি তাহলে লভ্যাংশের বিষয়টি অব্যাহত রাখা সম্ভব হবে। একযুগ পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। ফিতা কেটে স্মারকটি উম্মোচন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে এম এমদাদুল হক মামুন। গত বছরের কার্যক্রমের উপর প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোখলেছুর রহমান।
উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: মুজিবুর রহমান, নিউভিশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মডার্ণ হসপিটালের এম ডি মো: মজিবুর রহমান, গলিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মো: এয়াকুব আলী চৌধুরী, প্রকল্প পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম, অর্থ পরিচালক মো: উবায়দুল্লাহ, নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, অধ্যাপক রুহুল আমিন, মো: জাকির হোসেন। বিনিয়োগকারীদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সামছুল হক মজুমদার, মো: হাফিজ উল্ল্যাহ ও মো: আলহাজ্জ ইঞ্জিনিয়ার আবদুর রশিদ খান। অনুষ্ঠানে প্রায় ৬৫০ জন বিনিয়োগকারী উপস্থিতিতে সর্বশেষ সভাপতির মোনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ হয়।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...